বিএনপির প্রতি সহানুভূতি দেখাচ্ছে ইসি: আ.লীগ

নির্বাচন কমিশন (ইসি) বিএনপির প্রতি সহানুভূতিশীল আচরণ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহাবুব উল আলম হানিফ।

সোমবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সব দলের প্রতি সমান আচরণ করার জন্য ইসির প্রতি আহ্বান জানান হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অভিযোগ করে বলেন, “আমরা গত কয়েক দিন ধরে লক্ষ করছি, নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।”

হানিফ বলেন, “বিএনপি বর্তমানে ক্ষমতার বাইরে থাকায় নির্বাচন কমিশন তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করছে। নির্বাচন কমিশনের কাছে সব দলের প্রতি সমান আচরণ করে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।



মন্তব্য চালু নেই