বিএনপির ৫০ হাজার নেতাকর্মী আটকের দাবি গায়েবি : নাসিম

‘বিএনপির নিরাপরাধ নেতাকর্মীদের সরকার আটক করেছে’- বিএনপি নেত্রী খালেদা জিয়ার এমন অভিযোগকে গায়েবি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শনিবার দুপুরে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, বিএসডি) ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এ আলোচনা সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির নিরাপরাধ ৫০ হাজার নেতাকর্মী আটক করেছে- খালেদা জিয়ার এমন অভিযোগ গায়েবি। রাজনৈতিক দলের নেতারা গ্রেফতার হতেই পারেন। তবে যারা গ্রেফতার রয়েছেন তারা ফৌজদারি মামলায় গ্রেফতার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের অনেক বর্ষীয়ান নেতা আটক রয়েছেন সেটা আমরা জানি। কিন্তু যারা গুরুতর ফৌজদারি মামলায় আটক আছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নেতাকর্মীদের এমন পরিণতির জন্য তিনিই (খালেদা জিয়া) দায়ী।’

বিএনপি জামায়াত না ছাড়লে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘সবাই যখন বলছে বিএনপিকে জামায়াত ছাড়তে, তখন তারা আরও ঘনিষ্ঠ হচ্ছে। তার মানে, জামায়াতকে ছাড়া তাদের স্ফীত লক্ষ্যে পৌঁছতে পারবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি বার বার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তাদের ভুলের কারণে আমরা আরও এগিয়ে যাচ্ছি। কিন্তু তার পরও আমরা বলব, আপনারা এ ভুল থেকে শিক্ষাগ্রহণ করে গণতান্ত্রিক পথে ফিরে আসুন।’

প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “বাজেট নিয়ে সমালোচনার অনেক কিছুই ছিল, কিন্তু বিএনপি সেটা করেনি। উল্টো তারা বলছে— ‘এ বাজেট জনগণ প্রত্যাখ্যান করেছে।’ অথচ সরকারের মন্ত্রিসভায় থেকেও মেনন ভাইদের মতো ব্যক্তিরা বাজেটের সমালোচনা করছেন। জনগণের দাবি তুলে ধরছেন।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আপনারা সরকারের গণতান্ত্রিক সমালোচনা করুন। সরকার সকল সমালোচনা মেনে নেবে।’

আলোচনা সভায় বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই