বিএনপি থেকে এমএ হাসেমের পদত্যাগ

বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম।

একই সঙ্গে রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন তিনি।

নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রে হাসেম বলেন, ‘বিএনপির মনোনয়ন পেয়ে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। শখের বশে রাজনীতি করিনি। রাজনীতি করেছি দেশের স্বার্থসংশ্লিষ্ট কাজে ও জনগণের জন্য। বাস্তবে আমি অনুধাবন করেছি, দেশের ও জনগণের সেবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে করতে হবে, তা সঠিক নয়। রাজনীতিতে না জড়িয়েও সেবা করা যায়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। ৮ম জাতীয় সংসদের মেয়াদের পর এখনও দেশ ও জনগণের সেবায় নিয়োজিত আছি। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আমার সারা জীবনের সামাজিক কার্যক্রম বাধাগ্রস্ত করেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি আর রাজনীতি করব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখব না। এমতাবস্থায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম। এতদিন আপনাদের সাহচর্যের কথা শ্রদ্ধাভরে স্মরণ রাখব।’

পদত্যাগপত্রে হাসেম বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘শিল্প উদ্যোক্তা হিসেবে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চিন্তা করি। জনগণের দুঃখ-দুর্দশায় সব সময় তাদের পাশে থেকে নিজেকে উৎসর্গ করেছি।’



মন্তব্য চালু নেই