বিএনপি নেতা মঈন খানের ফোনালাপ ফাঁস : “রাস্তাঘাটে মাইনষে খালি শরম দেয়”

‘বিএনপির যে অবস্থা, রাস্তাঘাটে মাইনষে খালি শরম দেয়’— এমন মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে ফাঁস হওয়া ফোনালাপে তাকে এমন বক্তব্য দিতে শোনা গেছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার এক নেতার সঙ্গে তিনি ফোনালাপ করছিলেন।

তার ফোনালাপের সত্যতা যাচাই করতে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। কিন্তু আব্দুল মঈন খান কল রিসিভ করেননি।

মঈন খান ও আড়াইহাজারের ওই নেতার মধ্যে তিন মিনিট নয় সেকেন্ডের ফোনালাপটি সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে প্রকাশ করা হয় ১৪ জুন।

ফোনালাপের একপর্যায়ে মঈন খান বলেন, ‘বিএনপির যে অবস্থা, রাস্তাঘাটে মাইনষে খালি শরম দেয়। আপনি কাউরে কইয়েন যেন, রাজনীতি-টাজনীতি ছেড়ে দিয়ে নিরিবিলি জীবনযাপন করে; আমি এইডা চিন্তা করতাছি। বহুত হইছে, আর দরকার নাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের পর এবার ড. আব্দুল মঈন খানের ফোনালাপ ফাঁস হল। এ নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন দলটির শীর্ষমহল।

images মঈন-খান

ফোনালাপটি শুনতে ক্লিক করুন

https://youtu.be/sE53-rLynmw



মন্তব্য চালু নেই