‘বিএনপি বৈধতা দেয়ার কে?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আমাদের বৈধতা দেয়ার কে? তারা যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতো এবং সংসদে গিয়ে অনাস্থা প্রস্তাব দিয়ে আমাদের অবৈধ করতো তাহলে ঠিক ছিল।’

তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা কীভাবে আমাদের বৈধতা দেবে? আমাদের বৈধতা দেবে জনগণ।’

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি যদি পরিবর্তন চায় তাহলে তাদেরকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‌‘বর্তমান বাস্তবতায় সেতুটি এখন আর কাল্পনিক কিছু নয়।’

সিডিউল পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজিরবাজার সেতু উদ্বোধন করবেন বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গত ১৫ মে সেতুটি পরিদর্শনকালে মন্ত্রী বলেছিলেন, ‘কাজিরবাজার সেতু হবে সিলেটবাসীর জন্য বিজয় দিবসের উপহার।’ কিন্তু, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে ব্রিজটি উদ্বোধনের বিষয়টি স্পষ্ট করেননি মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মূল ব্রিজের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মূল সেতুর কাজ শেষ হওয়া মানেই এটি উপহার। তবে, খাদ্য বিভাগের একটি গুদামের কারণে দক্ষিণ পাশের সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। এ নিয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। গুদামটি অপসারিত হলেই দক্ষিণ পাশের সংযোগ সড়কের কাজ শেষ হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘গত ১০ নভেম্বর থেকে সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাই এই অভিযানের অংশ হিসেবে আমি সিলেট সফরে এসেছি। বুধবার আমি সরেজমিনে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছি।’

সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।



মন্তব্য চালু নেই