বিএফইউজে সভাপতি বুলবুল নির্বাচিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের উপ-নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ আবু তাহের। ঘোষিত ফল অনুযায়ী, মনজুরুল আহসান বুলবুল ১ হাজার ৬৫ ভোট পেয়েছেন।

উপ-নির্বাচনে ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী বিএফইউজের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ৯৬২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। অন্যদিকে ২৭৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএফইউজের সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া। ১০৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন মনজুরুল আহসান বুলবুল।

গত ২৬ জুন ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

এর আগে ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। কিন্তু গত ২৪ জানুয়ারি তিনি মারা যাওয়ায় সংগঠনটির সভাপতি পদ শূন্য হয়।

বিএফইউজের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯৮৬ জন, চট্টগ্রামে ৩৪৬ জন, নারায়ণগঞ্জে ৩৩ জন, কক্সবাজারে ৩৭ জন, বগুড়ায় ৭০ জন, ময়মনসিংহে ৩২ জন, দিনাজপুরে ৫০ জন, খুলনায় ১০৩ জন, যশোরে ৭৫ জন ও রাজশাহীতে ৬৫ জন ভোটার রয়েছেন।

মনজুরুল আহসান বুলবুল ঢাকা সাংবাদিক ইউনিয়নে ৭৬৫ ভোট, চট্টগ্রামে ১১৩, রাজশাহীতে ৮, দিনাজপুরে ২৬, যশোরে ২৩, খুলনা ৩৪, কক্সবাজার ২৩, বগুড়া ৩৬, নারায়নগঞ্জ ১৭ এবং ময়মনসিংহে ২০ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আশোক চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেয়েছেন ৬২৭ ভোট, চট্টগ্রামে ১৭৪, রাজশাহীতে ৩০, দিনাজপুরে ১৪, যশোরে ১৯, খুলনা ৪৫, কক্সবাজার ১২, বগুড়া ২১, নারায়ণগঞ্জ ১০ এবং ময়মনসিংহে ১০টি ভোট পেয়েছন।

নির্বাচনে বাতিল হয়েছে ১৭৬ ভোট।

মনজুরুল আহসান বুলবুল ইতোপূর্বে বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিবসহ দীর্ঘদিন ধরে সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন।



মন্তব্য চালু নেই