বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উদ্যোগে দিনব্যাপি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উদ্যোগে ১ এপ্রিল শুক্রবার তিতাসের মাতৃছায়া প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল অডিটরিয়ামে শিক্ষকদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা (পশ্চিম) জেলা শাখার আয়োজনে দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা উপজেলার বিভিন্ন কিন্ডারগর্টেনের ১২০ জন শিক্ষকদের নিয়ে দিনব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাইহুল করিম (সুপার, পি.টি.আই, কুমিল্লা), ফরহাদ হোসেন সরকার (ইনস্ট্রক্টর, ইউআরসি, হোমনা, কুমিল্লা), নাজিম উদ্দিন প্রধান (প্রশিক্ষকঃ ইংরেজি), আব্দুল হালিম সরকার (প্রশিক্ষকঃ গণিত) ও শওকত হোসেন (প্রশিক্ষকঃ গণিত)।

এই কর্মশালার সমাপনি অনুষ্ঠানে বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার সভাপতি মাও. আবু ইউসুফ মুন্সীর সভপাতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ রাইহুল করিম। বিশেষ অতিথি ছিলেন, ফরহাদ হোসেন সরকার, মোঃ শাহ আলম (উপদেষ্টা, বিকেএ কুমিল্লা প. জেলা শাখা), কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান, বিকেএ’র উপদেষ্টা মোঃ জিন্নাত আলী ও সাইফুল ইসলাম স্বপন।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএ কুমিল্লা প. জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সচিব মোঃ শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ খালেদ কাউছার প্রমুখ।



মন্তব্য চালু নেই