বিকেলে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশ দলের ঝড়ো ব্যাটিংয়ে নিশ্চিত জয়ের ইঙ্গিত পাচ্ছিল টাইগার ভক্তরা। কিন্তু শেষপর্যন্ত বেরসিক বৃষ্টির কারণে চরম উত্তেজনার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ আবারও আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এবার তামিম-মাশরাফিরা নয়; আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আয়েশা-জাহানারা-সালমাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৫ মার্চ। স্বাগতিক ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে চিন্নস্বামী স্টেডিয়ামে।এর আগেই প্রস্ততি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এম চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড প্রমীলা দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সালমা-জাহানারারা। সেটিতে ৫ উইকেটে হেরেছে তারা। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আইরিশদের বিপক্ষে জিতে আজ আত্মবিশ্বাসের জ্বালানী সংগ্রহ করতে চাইবে বাংলাদেশি প্রমিলারা।



মন্তব্য চালু নেই