বিকেল পাঁচটায় ফাঁকা রমনা

বৈশাখের প্রধান উৎসব কেন্দ্র রাজধানীর রমনা পার্ক বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই ফাঁকা হয়ে গেছে। আজ সকাল থেকেই উৎসবপ্রিয় লোকে লোকরণ্য ছিল রমনাসহ শাহবাগের আশেপাশের এলাকা। কিন্তু সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী বিকেল পৌনে ৫টায় রমনার জনতার প্রবেশ বন্ধ করে দিয়ে বের হওয়ার নির্দেশ দেয় পুলিশ। ফলে ১৫/২০ মিনিটের মধ্যেই নিরবতা নেমে আসে রমনা পার্কে। মানুষ শূন্য হয়ে পড়ে গোটা রামনা পার্ক এলাকা।

এর আগে বিকেল ৪টা থেকে পুলিশ মাইকে বার বার ঘোষণা দিতে থাকে ৫টার মধ্যে সকল জনতাকে রমনা পার্ক ছাড়তে বলা হচ্ছে। সময় যত বাড়ে প্রশাসনের পক্ষ থেকে ততই জনতাকে বের হওয়ার জন্য নির্দেশনা বাড়ানো হয়।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে এবারের পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত ৩ মার্চ রাজধানীর সচিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দিয়েছিলেন।



মন্তব্য চালু নেই