বিক্ষোভের আগুনে পুড়লো মন্ত্রীর বাড়ি, নিহত ১

সরকার-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আসন সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরেই সরব ছিল ভারতের হরিয়ানার জাঠেরা। তবে তাদের আন্দোলনে আজ আবারো উত্তাল হয়ে পড়ে হরিয়ানা। পুলিশ উল্টো গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক আন্দোলনকারী। এর প্রতিবাদে পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় মন্ত্রীর বাড়ি।

জানা গেছে, আজ সকাল থেকেই জাঠদের বিক্ষোভে হরিয়ানার বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ করা হয়। আগুন লাগানো হয় পুলিশ ফাঁড়িতেও। রাজ্যের মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এদিকে রাজ্যের রোহতাকসহ আটটি জেলায় নামানো হয়েছে সেনা। রোহতাক ও ভিবানিতে জারি করা হয়েছে কারফিউ। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরের সঙ্গে কথা বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

জাঠ সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য আসন সংরক্ষণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বললেন, আসন্ন বিধানসভার অধিবেশনেই জাঠ সংরক্ষণ নিয়ে বিল আনা হবে।



মন্তব্য চালু নেই