বিখ্যাত পোশাক ব্র্যান্ডে এবার ‘জুকারবার্গ কালেকশন’

বাইরে পরার পোশাক হিসেবে শুধু ধূসর টি-শার্ট আর নীল জিন্স পড়া বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বাইরের পোশাক বলতেই ধূসর টি-শার্ট আর নীল জিন্স। এই তথ্য জানার পর হয়তো আপনার বিরক্তিটুকু কেটে যাবে!

বিশ্ববিখ্যাত পোশাক শিল্প প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম নতুন একটি ডিজাইন যুক্ত করেছে। যার নাম রেখেছে, ‘মার্ক জুকারবার্গ’ কালেকশন। ফেসবুক অফিসে এই পোশাকটিতেই দেখা যায় মার্ক জুকারবার্গকে।

এই কালেকশনে রয়েছে ৭টি মূল ধরনের ধূসর টি-শার্ট এবং এক জোড়া নীল রঙের ক্যাজুয়েল জিন্স প্যান্ট।

হেনেজ অ্যান্ড মাউরিৎজ (এইচ অ্যান্ড এম) লোগোটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না সত্যিকার অর্থেই এমন কোনো কালেকশন এই প্রতিষ্ঠানটি চালু করেছে কি না? তাদের ফেসবুক অথবা টুইটারে এ সম্পর্কে কোনো তথ্য নেই। কিন্তু যাই হোক, ব্যাপারটা কিন্তু চমকপ্রদ।



মন্তব্য চালু নেই