বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টে ছুটি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শোক ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল ও হাইকোর্ট বিভাগ বসছেন না আজ।

সোমবার সকাল সাড়ে ১০টায় তার নামাজে জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্ট উভয় বিভাগ ছুটি ঘোষণা করেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হয়ে থাকে। তবে আজ তা হয়নি।

গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান (৬১) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি বজলুর রহমান আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মৃত মো. ইউনূস বিশ্বাস ও মাতা মৃত বদনূর নেসা।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও এমএ ডিগ্রি অর্জন করেন। জেলা আদালতে ১৯৮৪ সালে এবং ১৯৮৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বজলুর রহমান



মন্তব্য চালু নেই