‘বন্দুকযুদ্ধে’ নিহত ফাহিম

বিচার বিভাগীয় তদন্তে লিগ্যাল নোটিশ

পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় মাদারীপুরের ফয়জুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি করা ডাক যোগে এ নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, মাদারীপুরের পুলিশ সুপার ও সদর থানার ওসিকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় নাটকীয়তা ও রহস্য রয়েছে। পুলিশ হেফাজতে রিমান্ডে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা মানবাধিকার লঙ্ঘন, দেশের প্রচলিত ফৌজদারি আইন ও হেফাজত আইন এবং উচ্চ আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত গাইড লাইন ও আদেশের পরিপন্থি।

রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে না কি প্রকৃত ঘটনা ও দোষীদের নাম আড়ালে রাখতে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান রিটকারী আইনজীবী জুলফিকার আলী।

গত ১৮ জুন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার গোলাম ফায়জুল্লাহ ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।



মন্তব্য চালু নেই