বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করবেন না : প্রধান বিচারপতি

বিচার বিভাগের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা থাকলে দেশে গণতন্ত্র থাকবে, তাই বিচার বিভাগকে নিয়ে কটাক্ষ করবেন না।’

বুধবার সন্ধায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ব্যারিস্টার শওকত আলী খানের ৯০তম জন্মবাষির্কীর স্বরণসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ নিয়ে কিছু রাজনৈতিক দল কথা বলে। তখন আমি কষ্ট পাই। আমরা সকল রাজনৈতিক দলের নেতাদের জামিন দিয়েছি। তারপরও আমাদেরকে নিয়ে কটাক্ষ করা হয়’।

এ সময় বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করার জন্য রাজনীতিবিদ, আইনজীবী এবং সংবাদ মাধ্যমের প্রতি আহবান জানান তিনি।



মন্তব্য চালু নেই