‘বিজলী’র শুটিংয়ে সিলেটে ইলিয়াস কাঞ্চন

নির্মাতা ইফতেখার চৌধুরীর সিনেমা ‘বিজলী’র শুটিং শুরু হয়েছে গতমাসে। ভারতের দার্জিলিংয়ে ছবিটির নায়ক ও নায়িকা শুটিং করেছেন। তবে ছবিটির কাস্টিংয়ে সবচেয়ে বড় চমক ছিলো জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরেই মিডিয়ার বাইরে তিনি। আবারও পুরোদস্তুর নাচে-গানে ভরপুর সিনেমায় ফিরেছেন তিনি। ২৯ মে প্রথমবারের মতো ছবিটির ক্যামেরার সামনে দাড়াবেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানালেন, ‘২৯ তারিখে সিলেট যাচ্ছি। সেখানকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। ফিরবো ৩ জুন।’

নিজের চরিত্র সমন্ধে জানালেন, ‘একবড় লোক পরিবারের সবাই খুন হয়। শুধু বেঁচে থাকে তাদের মেয়েটি। ঘটনাক্রমে সেই মেয়েটিকে আমি পাই। তাকে মানুষ করি। আমি খেয়াল করি মেয়েটার মধ্যে বিশেষ এক ধরনের পাওয়ার আছে। সেই পাওয়ারকে কাজে লাগাতে প্রোপারলি ট্রেইনডআপ করি। সেই বাচ্চাটিই হয়ে ববি হয়।’

ছবিতে ববি, ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে।

উল্লেখ্য, মাসখানে আগে কলকাতার জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়ের সঙ্গে ‘হঠাৎ দেখা’ নামে একটি সিনেমায় জুটি বেধেছেন ইলিয়াস কাঞ্চনভ ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে। চলতি মাসেই ছবিটি সেন্সরে যাওয়ার কথা রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে ঢাকার ইমপ্রেস টেলিফিল্ম লি. ও কলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করেছেন ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্র।



মন্তব্য চালু নেই