বিডিআর বিদ্রোহে খালেদার সম্পৃক্ততা মিলেছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি) বলেছেন, ‘বিডিআর বিদ্রোহের সময় বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল সেটা জাতির কাছে সন্দেহমূলক। বেগম জিয়ার গত ৩০ বছরের জীবনযাত্রায় দেখিনি যে তিনি সকালে ঘুম থেকে উঠেন। তার উঠতে উঠতে দুপুর গড়িয়ে যায়। সেই বেগম খালেদা জিয়া হঠাৎ করে সকাল ৮টার দিকে তড়িঘড়ি করে একটা কালো গ্লাসের গাড়িতে করে বের হয়ে যান এবং দুইদিন তার কোনো খোঁজ ছিল না। কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? এটাই সন্দেহজনক মনে হয়। বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে।’

মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া-ফখরুলদের হুমকি ৭ বছর ধরে জনগণ বহু দেখেছে। আর গণতন্ত্র যদি না থাকতো তাহলে বিএনপি নেতারা বিভিন্ন সমাবেশে ও টক শোতে বক্তব্য দিতে পারতো? সেখানে সরকারে বিরুদ্ধে মিথ্যাচার করতে পারতো? গণতন্ত্র আছে বলেই তারা ভাষণ দিতে পারছে। গণতন্ত্র না থাকলে সে সুযোগ থাকত না। গণতন্ত্রের সুফল তো বিএনপির কাছ থেকে জাতি নেয়ার সুযোগ নেই। কারণ মির্জা ফখরুল-বেগম খালেদা জিয়া যাদের জন্ম হয়েছে ক্যান্টমেন্টের ভেতর-স্বৈরতন্ত্রের মধ্যে স্বৈরচারের মধ্যে তাদের কাছ থেকে গণতন্ত্রের নসিহত নিতে চাই না।’



মন্তব্য চালু নেই