বিতর্কিত জলসীমায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন চীনের

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে চীন। বেসরকারি স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, উডি আইল্যান্ড নামের ওই দ্বীপটিতে চীন আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের দুটি ব্যাটারি ও একটি রাডার ব্যবস্থা মোতায়েন করেছে।

বিতর্কিত ওই জলসীমার দাবিদার ভিয়েতনাম ও তাইওয়ান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ৪০ বছর আগে বিতর্কিত ওই জলসীমার নিয়ন্ত্রণ নেয় চীন। তবে ভিয়েতনাম ও তাইওয়ান বরাবর এই জলসীমাকে নিজেদের বলে দাবি করে আসছে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ডেভিড লো বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আগ্রহী পক্ষগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং এমন ধরনের একপক্ষীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, যা এ অঞ্চলে উত্তেজনার সৃষ্টি করে।



মন্তব্য চালু নেই