বিতর্কের মুখে মালয়েশিয়ায় ই-সিগারেট নিষিদ্ধ

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ১ জানুয়ারি থেকে ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। চলতি মাসের প্রথম দিকেই দেশটির জাতীয় ফতোয়া কাউন্সিল এটিকে হারাম ঘোষণা করেছিল।

ঘোষণার পরপরই নিগেরি সেমবিলা, জোহর এবং কেলান্তান রাজ্যে এটি নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই তালিকায় ‍যুক্ত হল কেদাহ নাম। অন্যান্য রাজ্যগুলোও খুব দ্রুতই এই সিদ্ধান্ত নিতে পারে। তবে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা জানায়, এখনই হয়তো বিক্রি বন্ধ করবে না। তবে কিছু অবৈধ জায়গায় অবশ্যই অভিযান চালাবে তারা।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ই-সিগারেরটের বাজার। এর মূল্য ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়ায় ৫০ লাখ জনসংখ্যার মধ্যে সাড়ে ১২ লাখ মানুষ এই সিগারেট সেবন করত।

আর এ নিয়ে দেশটিতে অনেক মার্কেট গড়ে ওঠে। অনেকে তো অনলাইনেই ব্যবসা শুরু করে। তবে ই-সিগারেটের বিরুপ প্রভাব নিয়ে রয়েছে বিতর্ক। অনেকে মনে করেন সাধারণ সিগারেটের চেয়ে এই সিগারেটের ক্ষতি কম।

তবে সে ধারণাও এখন প্রতিষ্ঠিত নয়। কারণ, তরল নিকোটিনের ফলে সাধারণ সিগারেটের মতো এর প্রভাব হিসেব করা যায় না।

সূত্র: আল-জাজিরা



মন্তব্য চালু নেই