বিদায় নেয়ার আগে যেসব তথ্য দিলেন ইউনুস খান

ক্রিকেট ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসে গেছেন পাকিস্তানের উইনুস খান। আর উইনুস খান এরই মধ্যে কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন। ক্রিকেট নিয়ে নানা চমকপ্রদ তথ্য দিলেন ইউনুস খান।

উইনুস খান তার ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ কিছু মূহুর্ত নিয়ে মুখ খুলেছেন। ক্রিকেটেপ্রেমীদের হয়তো অনেকেরই এ বিষয়গুলো ছিল অজানা। ২০০৯ সালে পাকিস্তানের অধিনায়ক করা হয় উইনুস খানকে।

উইনুস খান বলেন, আমি তৎকালীন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতিকে (ইজাজ বাট) বলেছিলাম দল ভালো না করলেই আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আর পরে দেখা গেল উইনুস খান তার দায়িত্ব থেকে হঠাৎ অব্যহতি দিলেন।

অবুধাবিতে ব্যাটিং ব্যর্থতা ও দলকে সংগঠিত করতে পারেননি তিনি। পরে দায়িত্ব ছেড়ে দিয়ে শুধু ব্যাটিং নিয়ে চিন্তা শুরু করেন উইনুস খান। এই সিদ্ধান্তটি তার ভুল ছিল বলে সম্প্রতি স্বীকার করেন তিনি।

রাহুল দ্রাবিঢ়ের সাথে তার ভালো সম্পর্ক ছিলো বলে জানান তিনি। ব্যাটিং টেকনিক আলোচনা করতেন তারা। রাহুলের কাছ থেকে ক্রিকেটের বেশ কিছু দিক জেনেছেন বলেও জানান উইনিস খান।



মন্তব্য চালু নেই