‘বিদেশিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। অপরাধী বিদেশি কিংবা প্রভাবশালী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। বিদেশিদেরও পার পাওয়ার সুযোগ নেই।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি এটিএম জালিয়াতিতে জার্মানির নাগরিক পিওটরের নাম আসা ও তাকে গ্রেফতারের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান কামাল এমন বক্তব্য দেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে মোট বিদেশি নাগরিক আছেন ২ লাখ ৬০ হাজার জন। এরা ঢাকাসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যবস্থা, বাণিজ্য কিংবা সরকারি চাকরির নিমিত্তে অবস্থান করছেন।



মন্তব্য চালু নেই