বিদেশি কোচেই আস্থা পিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তানের কোচের আসন থেকে পদত্যাগ করেন ওয়াকার ইউনুস। ফলে এখন নতুন কোচের সন্ধানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুতে পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদকে কোচ হিসেবে চেয়েছিল বোর্ড। কিন্তু নতুন কমিটির বিদেশির কোচের প্রতি আগ্রহ থাকায় পাকিস্তানের কোচের চেয়ারে বসতে পারছেন না আকিব।

শুক্রবার পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে আকিব জাভেদ বলেন, ‘প্রথমে তারা আমাকে ডেকেছিল এবং আমি এই পদের জন্য আগ্রহী কিনা জিজ্ঞেস করেছিল। এখন তারা নতুন কমিটি গঠন করেছে এবং আগ্রহীদের নতুনভাবে আবেদনপত্র চাইছে যা সত্যিই অদ্ভূত।’

আরব আমিরাত দলে গত দুই বছর সাফল্যের সঙ্গে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। বিদেশে কোচের প্রতি আগ্রহী থাকলে প্রথমে কেন তাকে ডাকা হলো প্রশ্ন তার। এমনটা জানতে চেয়ে আকিব বলেন, ‘যখন বোর্ডের অন্য কাউকে নেওয়ার ইচ্ছা ছিল অর্থাৎ যখন বিদেশি কোচের প্রতি ইচ্ছা ছিল তবে কেন আমাকে প্রথমে ডাকা হয়েছিল।’

নতুন কোচ নিয়োগের জন্য গঠিত কমিটিতে রয়েছেন ওয়াসিম আকরাম ও রমিজ রাজার মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা। যারা পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য বিদেশি কোনো কোচের আগমন চাইছেন।



মন্তব্য চালু নেই