বিদ্যুতের খুঁটিতে তার ঢিলা রাখা হয় কেন?

বৈদ্যুতিক খুঁটিতে যখন তার লাগানো হয় তখন বেশ ঢিল করে লাগানো হয়। অবশ্য যদি গরমের দিনে লাগানো হয়। তবে শীতকালে খুঁটিতে তার লাগানো হলে বেশ টানটান করে লাগানো হয়। এর কারণ ধাতুর প্রসারণ ধর্ম।

যেকোনো পদার্থই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রসারিত হয়। সবচেয়ে বেশি প্রসারিত হয় ধাতব বস্তুগুলো। বৈদ্যুতিক তার মূলত অ্যালুমিনিয়াম ও তামা দিয়ে তৈরি। এসব ধাতুর প্রসারণ ক্ষমতাও খুব বেশি। তাই গরমকালে খুঁটিতে তার লাগালে ঢিল রাখতে হয়। নইলে শীতকালে তাপমাত্রা কমে যায়। তারগুলো সংকুচিত হয়ে পড়ে। গরমকালে টান টান করে তার লাগালে শীতকালে তাতে আরও টান পড়বে। ফলে তার ছিঁড়ে যাবার ভয় থাকে।

অন্যদিকে শীতকালে তার লাগালে টানটান করে লাগাতে হয়। শীতকালে যদি বেশি ঢিল করে লাগানো হয় তাহলে গরমকালে তার প্রসারিত হয়ে আরও ঝুলে পড়বে। এতে করে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে।



মন্তব্য চালু নেই