বিদ্যুৎ প্রকল্পে বিশ্বব্যাংকের ২২৭ কোটি টাকা সহায়তা

মানিকগঞ্জে নির্মিতব্য ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্পে ২৮ দশমিক ৯৭ মিলিয়ন ডলার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংকের সহযোগি সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২৭ কোটি ৪১ লাখ টাকা।

আইডিএ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে গর্ভনর ড. আতিউর রহমান এবং আইডিএ-এর প্রতিনিধি একটি দীর্ঘমেয়াদী ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারী খাতের অংশগ্রহণের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০০৭ সাল থেকে বিভাগের পক্ষে আইপিএফএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের আওতাধীন মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্মিতব্য ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণের আওতায় অর্থ ছাড়ের প্রক্রিয়াটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর মাধ্যমে সম্পন্ন হবে।



মন্তব্য চালু নেই