বিধর্মী নারী পুলিশেরা হিজাব পরে নামাজের সময় মুসলিমদের পাশে!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মুসলমানদের সাথে সম্পর্ক আরো আন্তরিক করে তুলতে হিজাব পরেছেন শহরটি নারী পুলিশ সদস্যরা।

লাস ভেগাস সান –এর উদ্ধৃতি দিয়ে ইকনার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। মুসলমানদের সাথে সম্পর্ক আরো আন্তরিক করতে এবং তাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শহরের হযরত ইব্রাহিম (আ.) মসজিদে জুমআর নামাজের সময় হিজাব পরে উপস্থিত হন লাস ভেগাসের নারী পুলিশ সদস্যরা।

লাস ভেগাস পুলিশের মুখপাত্র সাশা লার্কান বলেন, এ প্রকল্প শুধু লাস ভেগাসে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে পুলিশ ও মুসলমানদের মধ্যকার সম্পর্ক জোরদার করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের পুলিশদের জন্য এটি আদর্শ পরিকল্পনা হতে পারে, যাতে এর মাধ্যমে ৬০ লক্ষ মুসলমানের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়। মুসলমানরা আমেরিকার ২০০০ হাজার মসজিদে ইবাদত করে থাকে।

উল্লেখ্য, লস ভেগাসে প্রায় ৩০ হাজার মুসলমান বসবাস করে। জুয়া ও বিভিন্ন অপরাধের কারণে এ শহরের কুখ্যাতি রয়েছে। আর এ কারণে শহরটির মুসলমানরাও নানান সমস্যায় জর্জরিত।



মন্তব্য চালু নেই