বিনা পয়সায় বাড়ি চাই? এই শহরে দেওয়া হয়

সালটা ২০১০। উপরে যে শহরটির ছবি দেখছেন, সেই শহরটি ওই বছর পর্যন্ত প্রায় ফাঁকা পড়েছিল। প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছিল বহু ঘরবাড়ি। রাস্তায় ইতিউতি মানুষ দেখা যেত ঠিকই। কিন্তু তাঁরা সংখ্যায় নিতান্তই নগণ্য। কেন এমন হয়েছিল?

জানা গিয়েছে, ১৮৯২ থেকে ১৯২৪ সালের মধ্যে এই শহরের বাসিন্দারা দলে দলে আমেরিকায় চলে গিয়েছিলেন।

দীর্ঘদিন পর্যন্ত এই পর্যন্ত শহর পড়েছিল প্রায় জনশূন্য অবস্থায়। এর পরে স্থানীয় প্রশাসন মৃত শহরে প্রাণ ফেরানোর উদ্যোগ নেয়। প্রথমেই সারিয়ে ফেলা হয় বাড়িগুলি। এর পরে দেওয়া হয় লোভনীয় অফার। এখানে বাড়ি দেওয়া হবে বিনামূল্যে।

এবারে বলে দেওয়া যাক, কোথায় সেই শহর। এই শহর রয়েছে ইতালিতে। সিসিলিতে অবস্থিত এই শহরটির নাম গন্‌জি।-এবেলা



মন্তব্য চালু নেই