বিপিএলে এক হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন মুশফিকুর রহিম। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে হাজার রান পূর্ণ করেন মুশফিক।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেট যখন মুশফিক দল জিতিয়ে মাঠ ছাড়েন তখন তার নামের পাশে ১০ রান। আর অপরাজিত এই ১০ রানের ইনিংস খেলার পথেই এক হাজারের ক্লাবে ঢুকে পড়েন তিনি।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বরিশালের জার্সিতে ৪ ম্যাচেই মুশফিক করেছেন ১৭৪ রান। প্রথম ম্যাচে ৫০ ও দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তৃতীয় ম্যাচে করেন ৮১ রান।

সব মিলিয়ে ৩৭ ম্যাচে ৩৪ ইনিংসে মুশফিকুর রহিমের রান ১০০৫। গড় ৪১.৮৭। ৭৬টি বাউন্ডারির পাশাপাশি ৩২টি ছক্কাও হাঁকিয়েছেন মুশফিক।

প্রথম আসরে মুশফিকুর রহিম খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। ১১ ম্যাচে করেছিলেন ২৩৪ রান। দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে ১৩ ম্যাচে ৪৪০ রান। গত বছর তৃতীয় আসরে করেছিলেন সবচেয়ে কম রান। সিলেট সুপারস্টার্সের হয়ে ১০ ম্যাচে করেন মাত্র ১৫৭ রান।



মন্তব্য চালু নেই