বিবাহযোগ্যা কন্যাদের নিয়ে তোলপাড় পাক সোশ্যাল মিডিয়া

পাকিস্তান নিয়ে টুইট করে বেশ বিপাকে গুরমেহর কৌর৷ সমালোচনার ঝড় এখনও পোহাতে হচ্ছে কার্গিল শহিদ কন্যাকে৷ কিন্তু তাঁর সৌজন্যেই সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড প্ল্যাকার্ড লিখন৷ তবে পাকিস্তানে এই প্ল্যাকার্ডের আঁচ খুব একটা পড়েনি৷ কারণ সেখানে সোশ্যাল মিডিয়া ব্যস্ত বিবাহযোগ্যা কন্যাদের নিয়ে৷

শুরুটা হয়েছিল @oh_my_mascara নামে একটি টুইটার প্রোফাইল থেকে৷ বিয়ের বাজারে ‘রিস্তা পিপল’দের হাতে যাঁরা প্রত্যাখাত হয়েছেন তাঁদের প্রতিক্রিয়া জানানোর আর্জি জানানো হয় এই প্রোফাইল থেকে৷

এরপরই টুইটের ঝড় বয়ে যায়৷ পাক মুলুকে বিয়ের বাজারের হাল হকিকত চলে আসে সামনে৷ যেখানে কাউকে কম উচ্চতার জন্য বাতিল করা হয়েছে, কেউ একটু স্থূল চেহারা বলে কদর পাচ্ছেন না, কাউকে আবার গায়ের রঙের জন্য খোঁটা শুনতে হয়েছে৷ আবার চাকরি করার সুবাধেও বাতিল হতে হয়েছে অনেক পাত্রীকে৷

এরপরই প্রশ্ন তোলা হয়েছে, নিখুঁত হওয়ার যাবতীয় দায় কি শুধুমাত্র নারীর? উত্তর অবশ্য মেলেনি।

সূত্র: সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই