বিমানের ভেতর সাপ, এমিরেটস এয়ারলাইন্সের ফ্ল্যাইট বাতিল

ওমান থেকে দুবাই যাওয়ার কথা ছিল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটের। কিন্তু তা হলো না। এমিরেটস এয়ারলাইন্সের ওই ফ্ল্যাইটে সাপ পাওয়ায় ফ্ল্যাইট বাতিল করা হয়েছে।

সোমবার বিবিসিতে প্রকাশিত এক সংবাদে বলা হয়, মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমিরেটসের বোয়িং-৭৭৭ এর একটি বিমান দুবাই যাওয়ার উদ্দেশ্য অপেক্ষা করছিল। যাত্রীরা বিমানে ওঠার আগে ব্যাগেজ হোল্ডাররা বিমানের মালামাল রাখার কার্গো অংশে যাওয়ার পর একটি সাপ দেখতে পায়। পরে ফ্লাইটটি বাতিল করা হয়।

সাপটি কোন প্রজাতির বা বিষাক্ত কিনা- সে ব্যাপারে বিস্তারিত জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে বিমানে সাপা পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত নভেম্বর মাসে মেক্সিকোর একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এক মিটার দৈর্ঘ্যের একটি সাপ মাথার উপর কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে।



মন্তব্য চালু নেই