বিমানে বিস্ফোরিত হলো আইফোন ৬

এই প্রথম বিমানে আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার তদন্তে নেমেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্টেশন।

সংবাদ মাধ্যম ম্যাশেবল জানিয়েছে, গত সংবাদে হাওয়াইর উদ্দেশ্যে একটি বিমান যাচ্ছিল। সেই বিমানে আন্না ক্রেইল নামের এক কলেজ শিক্ষার্থী তার আইফোন ৬ দিয়ে সিনেমা দেখছিল। হঠাৎ ফোনটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে করে বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

কেমো নামের একটি স্থানীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আন্না বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি হঠাৎ ঘটে। প্রায় ৮ ইঞ্চি সমান শিখা আমার ফোন থেকে বের হতে থাকে।’

আন্না বলেন, এই ঘটনায় আমি ভয় পেয়ে ফোনটি হাত থেকে বিমানের মেঝেতে ফেলে দেই। আগুন লাগা অবস্থায় সেটি এক যাত্রীর আসনের নিচে গিয়ে পরে। এতে করে বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। যাত্রীরা সবাই দাঁড়িয়ে পড়েন।

আন্না আরও বলেন, বিমানে আগুন দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম বিমানটি মনে হয় নিচে নেমে যাচ্ছে।

এই ঘটনা দ্রুতই ফ্লাইট অ্যাটেনড্যান্টদের নজরে আসে। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এটা এখনও রহস্য আগুন ফোনে কিভাবে লাগলো।

ঘটনাটি তদন্ত করে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্টেশন।



মন্তব্য চালু নেই