বিরল প্রজাতির কোটি টাকার সাপ নিয়ে চাঞ্চল্য

বিরল প্রজাতির একটি সাপ ধরা পড়ল গ্রামবাসীদের হাতে। শনিবার পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জের ২ নং হেমতাবাদ ব্লকের কোলাই গ্রামে ভূদেব বর্মন ও মহম্মদ রাজা নামের দুই ব্যক্তি হঠাৎই একটি সোনালী রঙের সাপ দেখতে পান। সাধারণত এই প্রজাতির সাপ বাংলার এই অঞ্চলে দেখা যায়না। তাই সাপটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গোটা অঞ্চল জুড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছান উত্তর দিনাজপুর জেলার পিপলস ফর অ্যানিম্যালসের সদস্যরা।

সংগঠনের সম্পাদক গৌতম তাঁতিয়া জানান, এই সাপটি রেড স্যান্ড বোয়া প্রজাতির। সাধারণত মরু অঞ্চলে এই প্রজাতির সাপ দেখা যায়। এদের গায়ের রং সোনালী হওয়ায় মরুভূমির বালির সঙ্গে এরা প্রায় মিশেই থাকে। তবে বর্তমান অবস্থায় এই ধরনের সাপের চামড়ার দাম প্রায় কয়েক কোটি টাকা।

গ্রামবাসীরা জেলার পিপলস ফর অ্যানিম্যালসের প্রতিনিধিদের হাতে সাপটি তুলে দেন। পিপলস ফর অ্যানিম্যালসের সম্পাদক জানিয়েছেন, সাপটিকে শীঘ্রই বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।

সূত্র: কলকাতা24×7



মন্তব্য চালু নেই