বিরামপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মো. নাজমুল হক (৫০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ২টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত নাজমুল হক দিনাজপুরের জেলার বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

খানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, সোমবার রাত আনুমানিক ২টায় মৌপুকুর গ্রামের আলহাজ হাসান আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশে ২০/৩০ জনের একটি ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা প্রথমে প্রতিবেশীদের সবার বাড়ির মূল ফটক রশি দিয়ে বেঁধে আটকে দেয়। এরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা প্রাচীর টপকিয়ে আলহাজ হাসান আলীর বাড়িতে প্রবেশ করে।

বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে মোবাইল ফোনে আশে-পাশের লোকজনকে ডাকাতির সংবাদটি জানান। পরে এলাকার সকলে ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতি পালানোর সময় এলাকাবাসী নাজমুল হক নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

পরে ডাকাত নাজমুল হককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু বরণ করে।

বাড়ির মালিক আলহাজ হাসান আলী জানান, ডাকাতরা আলমারী ভেঙে নগদ টাকা, কাপড় ও স্বর্ণলংকারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহত ডাকাতের সূত্র ধরে তাদের দলকে আটক এবং ডাকাতির সময় খোয়া যাওয়া মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই