বিশাল এক গর্ত, অচল যুক্তরাষ্ট্রের রাজপথ!

যুক্তরাষ্ট্রে রাজপথ ধরে চলছে অনেক গাড়ি। কর্মব্যস্ত জীবনে সব ছুটছে ব্যস্ত গতিতে। কিন্ত হঠাতই রাস্তার মাঝে বিশাল এক গর্ত! প্রায় আশি ফুট ব্যাসার্ধের এই গর্তে থমকে গেল ব্যস্ততা। আকস্মিকতায় স্তম্ভিত সবাই।

ভূতাত্ত্বিকদের মতে একে বলা হয় সিঙ্কহোল। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির নিচের বালুর স্তর সরে গেলে এই অবস্থা তৈরি হতে পারে। এর আগেও গত ডিসেম্বরে প্রবল বৃষ্টির পর যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে এমন বিশাল গর্ত তৈরি হয়েছিল।



মন্তব্য চালু নেই