বিশেষ ব্যবস্থায় হজ করবেন ক্রেন দুর্ঘটনায় আহতরা

মক্কায় ক্রেন দুর্ঘটনায় আহত ৫৬ জনকে বিশেষ অ্যাম্বুলেন্সে হজ পালনের উদ্দেশে মিনায় আনা হয়েছে। সেখানে তারা বিশেষ ব্যবস্থায় হাসপাতালে থাকবেন। ক্রেন দুর্ঘটনায় আহতদের হজ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে সৌদির স্বাস্থ্য বিভাগ।

মক্কায় ১১ সেপ্টেম্বরের ক্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ ফরমান জারি করেন সৌদি বাদশা। আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও সে ঘোষণা অনুযায়ী দুর্ঘটনায় আহতদের মধ্যে যারা এবার হজ করতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

ফরমান অনুযায়ী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দুইজন সদস্য বাদশার অতিথি হিসেবে ২০১৬ সালের হজ পালন করতে পারবেন। গুরুতর আহতরা আগামী বছর বাদশার অতিথি হিসেবে হজ পালন করবেন।

গত ১১ সেপ্টেম্বর শুক্রবারের ওই দুর্ঘটনায় এক বাংলাদেশীসহ ১০৮ জন নিহত হন। আহত হন ২৩৮ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশী ছিলেন।



মন্তব্য চালু নেই