বিশ্বকাপজয়ী ব্রাজিল অধিনায়ক আলবার্তো পরপারে

না ফেরার দেশে চলে গেলেন কার্লোস আলবার্তো। ১৯৭০ সালে যার অধিনায়কত্বে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল ব্রাজিল।

হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ শহর রিও ডি জেনিরোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিশ্ব ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ব্রাজিলের হয়ে মোট ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আলবার্তো কার্লোসকে তার সময়ের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে ভাবা হতো। অধিনায়ক হিসেবে ১৯৯৭০ সালে দলকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন তিনি। ফাইনালে দুর্দান্ত এক গোল করেছিলেন আলবার্তো, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে রয়েছে। ১৯ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ফুটবলেও সফল ছিলেন আলবার্তো। ফ্লুমিনেন্সে ও সান্তোসের হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি।

কার্লোস আলবার্তোর মৃত্যুতে ব্রাজিলের পাশাপাশি গোটা ফুটবল বিশ্বই শোকাহত।



মন্তব্য চালু নেই