বিশ্বকাপে পানি টানা ছাড়াও আরেকটি অভিজ্ঞতা হয়েছে নাসিরের

এবারের টি২০ বিশ্বকাপ আসরে দলের সঙ্গে থেকেও মাঠে নামতে পারেননি জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। যদিও মাঠে না নামার বিষয়ে টিম ম্যানেজম্যান্ট ও বিসিবি প্রধানের কাছ থেকে আলাদা বক্তব্য শোনা গিয়েছিল। তবে সর্বশেষ একাদিক সূত্রে জানা যায়, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের সঙ্গে ঝগড়াই কাল হয়েছে তার। তারপরও খেলতে পারেননি বলে বিন্দু মাত্র আফসোস নেই নাসিরের। ম্যানেজম্যান্ট এবং কোচের ওপর নিয়তি ছেড়ে দিয়েছেন তিনি।

তবে নাসির জানান, মাঠের বাইরের চিন্তা আর মাঠের চিন্তা যে সব সময় মেলে না। এবারের ভারত সফর তাকে আরও ভালোভাবে দিয়েছে শিক্ষাটা, ‘খেলার দিনগুলোতে বেশির ভাগ সময় কোচের আশপাশে থেকেছি। ম্যাচের কোনো একটা পরিস্থিতিতে আমরা কীভাবে ভাবি আর কোচ কীভাবে ভাবেন বা কী চান, সেসব খুব ভালো বুঝতে পেরেছি। আমাদের চিন্তা আর কোচের চিন্তায় অনেক পার্থক্য থাকে।’

তাইতো হাসতে হাসতে বলেন, ‘পানি টানার সঙ্গে এই অভিজ্ঞতাটাও এবার নতুন হলো।’



মন্তব্য চালু নেই