বিশ্বকাপ টি-টুয়েন্টির সাজে গুগল

সোমবার (৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেট। ২৭ দিন আর ৫৮ ম্যাচের এই টুর্নামেন্টকে ঘিরে আগে থেকেই চলছে সাজ সাজ রব।

বিশ্বকাপের আয়োজনে পিছিয়ে নেই টেক জায়ান্ট গুগলও। তৈরি করেছে নতুন গুগল ডুডল। আগামীকাল শুরু হতে যাওয়া খেলার জন্য একদিন আগে থেকেই চলছে ডুডলটি।

বিভিন্ন বিশেষ দিন ও উপলক্ষকে সামনে রেখে গুগল নানা ধরণের ডুডল ছাড়ে। এর কিছু থাকে অ্যানিমেটেড, যা নড়াচড়া করে, কখনো আবার ছোট্ট একটা গল্প বলে। আবার কিছু থাকে স্থির ছবি। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য প্রকাশিত ডুডলটি তেমনই একটি আঁকা স্থিরচিত্র।

সরল আকার-আকৃতি দিয়ে তৈরি ছবিটিতে একটি ক্রিকেট স্টেডিয়াম দেখানো হয়েছে। স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক। তাদের অনেকের হাতে পতাকা। আর মাঠে চলছে ক্রিকেট ম্যাচ।

সাদা পোশাকের দুই আম্পায়ার, নীল রঙের বোলার ও ফিল্ডারের দল, স্টাম্প, লাল রঙে চিহ্নিত দুই ব্যাটসম্যান, এমনকি তাদের হাতে ধরা ক্রিকেট ব্যাট আর বলটাও ফুটে উঠেছে ডুডলটিতে। ছোট ছোট বৃত্ত, ত্রিভুজ, কয়েকটা রঙ আর আকৃতি দিয়ে খুব সহজ আর সুন্দর রূপে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিকেট ম্যাচে মাঠের খুঁটিনাটি।

ডুডলটিতে ক্লিক করলেই চলে আসে গুগল সার্চ পেজ, যেখানে রয়েছে বিশ্বকাপ টুর্নামেন্ট সম্পর্কিত নানা লিংক।



মন্তব্য চালু নেই