বিশ্বভারতীর উপাচার্য বরখাস্ত

ভারতের পশ্চিমবঙ্গের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে বরখাস্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দেশটির ইতিহাসে এই প্রথম কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্যকে এভাবে বহিষ্কার করা হলো৷

বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে তার পদ থেকে সরানোর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে ফাইল পাঠিয়েছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রণালয়৷ সোমবার সেই ফাইলে সই করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী৷

২০১১ সালে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিশ্বভারতীর উপাচার্য পদে নিয়োগ করা হয়েছিল দত্তগুপ্তকে৷ সাত মাস মেয়াদ বাকি ছিল তার। উপাচার্যের বিরুদ্ধে অসৎ আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।



মন্তব্য চালু নেই