বিশ্বের অদ্ভুত নামের ১০ শহর, অবাক হবেন আপনিও

সন্তান জন্মালেই পরিজনদের মধ্যে শোরগোল পড়ে যায় কী নাম রাখা যায় তা নিয়ে। আনকমন নাম না হলে নাক কাটা যাবে বলে আশঙ্কাও করেন অনেকে। জানেন কী এই বিশ্বেও আছে এমন জায়গা, যাদের নাম শুনলেই চোখ কপালে ওঠার জোগাড়!

১. গাঁজা-আজেরবাইজান নামে দেশটি আগে সাবেক রাশিয়ায় অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে স্বাধীন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গাঁজা। পারস্য ভাষায় গাঞ্জা কথাটি গঞ্জ থেকে এসেছে। পারস্য ভাষায় গঞ্জ কথার অর্থ সম্পদ।

২. ওয়েস্টওয়ার্ড হো!-আবেগসূচক চিহ্ন দিয়ে ব্রিটেনের শহরটির নাম শেষ হয়েছে। ব্রিটিশ ঔপন্যাসিক চালর্স কিংসলের উপন্যাসে খোঁজ মেলে এই শহরের।

৩. তে পুকে-পাপামোয়া পাহাড়ের উপর অবস্থিত শহরটি। ‘তে পুকে’ কথার অর্থ পাহাড়। কিউয়ি ফলের জন্য নিউজিল্যান্ডের শহরটির খ্যাতি।

৪. স্যাটান্স কিংডম-আমেরিকার ম্যাসাচুসেটসের একটি শহর নাম শয়তানের নামে।

৫. সেন্ট লুই দ্যু হা!-হা!-একটা নয় দু-দু’টি আবেগসূচক চিহ্ন আছে কানাডার কিউবেক শহরের নামে। শুধু তাই নয় প্রাচীন ফরাসি শব্দ হাহার দেখা মেলে এই শহরের নামে।

৬. পেনিস্টোন-ব্রিটেনের ইয়র্কশায়ারের একটি জনপদের এমনই অদ্ভুত নাম, পেনিস্টোন কথার অর্থ পাহাড়ের উপর ছোট্ট গ্রাম।

৭.নাথিং-মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট্ট জনপদ হল নাথিং মানে কিচ্ছু না।

৮. নর্থ পোল-সান্তা ক্লজের জন্য নিউইয়র্কের নর্থ পোলের খ্যাতি।

৯. নো নেম-কলোরাডোর এই শহরটির কোনও নামই নেই। আসলে শহরটিকে বাসিন্দারা আদর করে ‘নো নেম’ বলে ডাকেন।

১০. মাফ- এই শহরের বাসিন্দারা কারোকে মাফ করেন কী না জানা নেই, তবে এই শহরের নাম মাফ। আয়ারল্যান্ডের একটি ছোট্ট জনপদ হল মাফ।



মন্তব্য চালু নেই