বিশ্বের দীর্ঘতম রেল টানেলের মালিক এখন সুইজারল্যান্ড

হঠাৎই হুশ করে ছুটে চলেগেল ট্রেন৷ গুকে গেল একটি সুড়ঙ্গের মধ্যে৷ তারপর বাহির হতে দেখা গেল ৫৭ কিলোমিটার দূরে সুড়ঙ্গের অন্য মুখ দিয়ে৷ ওপার দিয়ে বের হতেই নজির৷ দুনিয়ার দীর্ঘতম রেল টানেলের উদ্বোধন শেষ হল সুইজারল্যান্ডে৷ নাম গোথার্ড বেস টানেল (Gotthard Base tunnel)৷ বরফে ঘেরা আল্পস পর্বতমালার নিচে ৫৭ কিলোমিটার লম্বা দুনিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের অধিকারী হলেন সুইস নাগরিকরা৷ যার একপ্রান্তে রয়েছে সুইস শহর ইস্টফিল্ড অন্য প্রান্তে বোডিও৷

৭০ বছরের পুরনো নকশায় আঁকা হয়েছিল এই রেল সুড়ঙ্গ পথ৷ বহু কারণে ১৯৯৯ সাল পর্যন্ত প্রকল্পটি থমকে থাকে৷ এরপর টানা ১৭ বছরের অক্লান্ত চেষ্টা৷ শেষ পর্যন্ত টানেল তৈরি করতে ১২ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স, জার্মানিও ইটালির রাষ্ট্র প্রধানরা৷

আগামী ডিসেম্বরে এই দীর্ঘতম সুড়ঙ্গপথ পুরোপুরি তৈরি হয়ে যাবে৷ যাত্রীরা দু ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে ইটালির মিলানে৷ গোথার্ড রেল টানেল চালু হয়ে যাওয়ায় দীর্ঘতম রেল টানেলের খ্যাতাব হারিয়ে ফেলেছে জাপান (৫৩.৯ কিমি)৷ তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সকে জুড়ে দেয়া ৫০.৫ কিলোমিটার সুড়ঙ্গ৷



মন্তব্য চালু নেই