বিশ্বের সবচেয়ে বড় অজগর উদ্ধার

ব্রাজিলের উত্তরাঞ্চলে নির্মাণাধীণ একটি ভবনের পাশের গুহা থেকে ৩৩ ফুট লম্বা বিশালকারের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। দেশটির অালটামিরার ওই গুহায় বিস্ফোরণের পর নির্মাণশ্রমিকরা চারশ কেজি ওজনের বিশালদেহী ওই অজগর উদ্ধার করেছেন।

অজগর উদ্ধারের ভিডিওধারণ করেছেন এক শ্রমিক। এতে দেখা যাচ্ছে,সাপটি ক্রেনের সঙ্গে পেচিয়ে আছে। পরে শ্রমিকরা ওই অজগরটিকে চেইন দিয়ে বেঁধে রাখেন।

অজগরকে বেঁধে রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিকদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। প্রাকৃতিক বাসস্থানে সাপটিকে ছেড়ে না দিয়ে মেরে ফেলায় সমালোচনার মুখে পড়েছেন শ্রমিকরা। তবে সাপটিকে মেরে ফেলার তথ্য এখনো পরিষ্কার নয়।



মন্তব্য চালু নেই