বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হচ্ছে রোকো। গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে ঠাঁই করে নেয়া রোকো পাক্কা ৭ ফুট লম্বা। দু বছর বয়সী এ কুকুরের ওজন হচ্ছে ১৬৭ পাউন্ড।

রোকোর মালিক জেসিকা উইলিয়মস বলেছেন,‘ ও যে অতটা লম্বা হবে তা আমরা জানতাম না।’ জেসিকা আর তার ছেলেবন্ধু ওকে যখন পোষ্য নিয়েছিলেন তখন লাব্রাডোর জাতের এই কুকুরটির বয়স মাত্র আট সপ্তাহ। তখনই গায়ে মাথায় বেশ বেড়ে ওঠেছিল। দেখে মনে হচ্ছিল যেন ছয় মাস বয়স। এখনো কিন্তু রোকোর লম্বা হওয়ার সময় শেষ হয়ে যায়নি। প্রতিদিন সে প্রায় আট কাপ কুকুরের খাবার খেতে পারে। অন্য খাবারও চলে সমান তালে।

রোকোকে ভালোবাসলেও জেসিকা জুটি এ কথা স্বীকার করেছেন যে, এরকম একটা বড়সড় কুকুরের সঙ্গে বসবাস করা সত্যিই বেশ ঝামেলার কাজ। অতবড় একটি জন্তুটিকে রাখার পক্ষে জেসিকার বাসাটিও যে খুব ছোট, মাত্র দুই কামরার বাসা। জেসিকা নিজে মাত্র পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা। তাছাড়া জেসিকার পাড়াপ্রতিবেশীরাও অতবড় একটি কুকরের সাহচর্য পছন্দে করে না। এমনকি রাস্তায় দেখা হলেও তারা তাকে এড়িয়ে যায়। তাতে জেসিকার বয়েই গেল। নিক আর রোকোকে নিয়ে ভালোই আছে সে।



মন্তব্য চালু নেই