বিশ্বের সবচেয়ে লম্বা জিহ্বা কি এই তরুণীর?

আপনাকে যদি বলা হয়, নিজের জিহ্বা দিয়ে নাক, কান ও হাতের কনুই স্পর্শ করুন! কি জবাব দিবেন আপনি? জবাব জাই দেন মনে মনে বললেন পাগল নাকি লোকটা?

শত চেষ্টা করেও কেউ জিহ্বা দিয়ে নিজের নাক, কান ও হাতের কনুই স্পর্শ করতে পারবেন না। এটাই স্বাভাবিক।

শুধু আপনি কেন বেশির ভাগ লোকই এই কাজগুলো পারবে না। কিন্তু জিহ্বা দিয়ে হাতের কনুই, নিজের কান বা নাক স্পর্শ করা এই মেয়েটির জন্য কোনো ব্যাপারই না।

যুক্তরাষ্ট্রে বসবাসরত এই মেয়েটির নাম গারকারি ব্রাসো। তার জিহ্বা এত বেশি লম্বা যে, সে অনায়াসে হাতের কনুই, নাক ও কানের লতি স্পর্শ করতে পারে। এমনকি সে তার জিহ্বা দিয়ে চোখও স্পর্শ করতে পারে।

ভেনিজুলার অধিবাসী ব্রাসো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওকালোতে আছে। ইউটিউবে তিনি ভিডিওটি ছেড়েছেন। তবে তার জিহ্বাটি কতটুকু লম্বা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এটাই কি তবে বিশ্বের সবচেয়ে লম্বা জিহ্বা? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষায় করতে হচ্ছে। কারণ ব্রাসো অফিসিয়ালি এখনো জানাননি তার জিহ্বা কতটুকু লম্বা।

তবে সবচেয়ে লম্বা জিহ্বার খেতাব নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন নিক স্টোবেরি (২৬)। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তার জিহ্বা ৩.৯৭ লম্বা। গিনেস বুকে স্টোবেরি নাম লেখান ২০১২ সালে। -ইন্টারনেট



মন্তব্য চালু নেই