কক্সবাজারে মুনিরীয়া যুব তবলীগের বিশাল এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ

বিশ্বে আধ্যাত্মিক জাগরণে নেতৃত্ব দিচ্ছেন কাগতিয়ার গাউছুল আজম

বিপন্ন বিশ্ব মানবতার উৎকর্ষতায় এ মুহূর্তে দরকার আধ্যাত্মিক জাগরণ। যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে প্রিয় রাসুল (দ:) ইসলামকে সমগ্র বিশে^ শ্রেষ্টত্ব দান করেছেন। বর্তমান যুগে সারা বিশ্বে আধ্যাত্মিক জাগরণে নেতৃত্ব দিচ্ছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি প্রিয় রাসুল (দ:) এর দূর্লব বাতেনী নূরের মাধ্যমে ছৈয়্যদুল মোরসালীন এর মোহাব্বতের শিক্ষা দিয়ে পথভ্রষ্ট বিশ^ মুসলিম মিল্লাতকে সিরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করছেন। আজ ১৮ মার্চ শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত বিশাল এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্ল¬ামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্ল¬াহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী একথা বলেন। পর্যটন শহর কক্সবাজারে স্মরণকালের বৃহৎ এ মাহফিল আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা সমন্বয় পরিষদ।

প্রধান অতিথি আরও বলেন, গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলীর তরিক্বত কোরআন-সুন্নাহ্র পূর্ণ অনুসরণের মাধ্যমে উন্নত নৈতিকতা ও মানবতাবোধ সম্পন্ন আলোকিত মানুষ তৈরির অনন্য ক্ষেত্র।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাউজান ইয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক অলি আহাদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিশেষ অতিথি সাইমুম সরওয়ার কমল বলেন, মুনিরীয়া যুব তবলীগের এ ধরণের কোরআন-সুন্নাহ্র দিক-নির্দেশনা সমৃদ্ধ এশায়াত মাহফিলের আয়োজন যুব সমাজকে উন্নত জীবন গঠনে সঠিক পথ-নিদের্শনা দিবে। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া বলেন, গাউছিয়তের শক্তিতে অগণিত বিপথগামী যুবকের চরিত্রের আমূল পরিবর্তনের পাশাপাশি গাউছুল আজম ইসলামের খেদমতে ও শিক্ষার প্রসারে দেশ-বিদেশে নির্মাণ করে চলেছেন মসজিদ, মাদ্রাসা ও পাঠাগার।

এতে আরও বক্তব্য রাখেন মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব হযরতুলহাজ¦ আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী প্রমুখ। মাহফিলে কক্সবাজারের স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।



মন্তব্য চালু নেই