বিশ্বে জঙ্গি হামলায় নিহত ৩৩ হাজার

বিশ্বব্যাপি জঙ্গি হামলায় ২০১৪ সালে ৩৩ হাজার লোক নিহত হয়েছে। ২০১৩ সালের তুলনায় এ সংখ্যা ৮১ শতাংশ বেশি। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে বিশ্বে জঙ্গি হামলায় ১৮ হাজার লোক নিহত হয়েছে। ২০১৪ সালে বিশ্বে সাড়ে ১৩ হাজার হামলার ঘটনা ঘটেছে, যা এর আগের বছরের তুলনায় ১০ হাজারের চেয়েও বেশি। এসব হামলায় ৩৩ হাজার লোক নিহত হয়েছে। ৯৫টি দেশে এসব হামলার ঘটনা ঘটেছে। এগুলির মধ্যে পাঁচটি দেশ রাজনৈতিক অস্থিরতার কারণে পরিচিত। এসব দেশেই ৭৮ শতাংশ হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ ২৫ হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে এই পাঁচ দেশে।

তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে ইরাকে। গত বছর এখানে তিন হাজার ৩শ ৭০ টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নয় হাজার ৯শ ২৯জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে থাকা পাকিস্তানে এক হাজার ৮শ ২১টি হামলার ঘটনায় এক হাজার ৭শ ৫৭ জন নিহত হয়েছে। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, ভারত, নাইজেরিয়া ও সিরিয়া।



মন্তব্য চালু নেই