‘বিশ্ব আমার মা জীবিত, তাকে দেখাও’

সদ্যপ্রয়াত উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমোভার মেয়ে গুলনারা কারিমোভা জীবিত আছেন বলে দাবি করেছেন তার ছেলে ইসলাম কারিমোভা জুনিয়র।

বিবিসি উজবেক বিভাগকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।

ইসলাম কারিমোভা জুনিয়রের দাবি, তার মাকে উজবেক নিরাপত্তা বাহিনী সবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।

গুলনারা মারা গেছেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত এমন একটি রিপোর্ট মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘পৃথীবির সামনে আমার মাকে দেখাতে হবে, সে জীবিত।’

লন্ডনে বসবাসরত ইসলাম কারিমোভা জুনিয়র বলেন, ‘তার মাকে তাসখন্দের কেন্দ্রীয় এলাকার তিন রুমের একটি বাসায় আটকে রাখা হয়েছে।’

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু আমার পরিবারকে দেখতে চাই। দেখতে চাই আমার মা ও বোনকে। এমন একটা ছবি দেখতে চাই, যেখানে তারা রাস্তা দিয়ে সাধারণভাবে হাঁটছে। আর কিছু দেখতে চাই না আমি, শুধু এইটুকুই।’

গত ২ সেপ্টেম্বর মারা গেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ। এক সময়ে গুলনারাকে তার পিতার উত্তরসূরি হিসেবে ভাবা হতো। কিন্তু ২০১৪ সাল থেকেই তার পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে।

ওই সময় তাকে গৃহবন্দি করে সরকারি নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তারপরে আর কখনই তাকে জনসম্মুখে দেখা যায়নি।

গুলনারা কারিমোভা রাজনীতি ও ব্যবসায়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন, যা পরবর্তীতে ফ্যাশন ও পপ সংগীতের জগতেও বিস্তৃত হয়।



মন্তব্য চালু নেই