বিষধর সাপকে মারলো মাকড়সা!

দেহাবয়ব নয়, যুদ্ধ জয় করার জন্য সাহসই যথেষ্ট- এমনটাই প্রমাণ করল অস্ট্রেলিয়ার একটি মাকড়সা। একটি বিষধর সাপের সঙ্গে যুদ্ধ করে জয় পেয়েছে সে। সিডনি থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়েথলের একজন কৃষক প্যাট্রিক লিস। তিনি বলেছেন, শনিবার লম্বা পা বিশিষ্ট একটি মাকড়সার জালে একটি সাপ আটকে থাকতে দেখেছেন। তিনি বলেছেন, যখন আমি দৃশ্যটি দেখি তখন সাপটি ততক্ষণে মরে গিয়েছিল। ছবি তোলার আগে আমি বিষয়টি নিশ্চিত হই। ওই সাপটি মারাত্মক বিষধর ছিল। তিনি বলেন, আমি নিশ্চিত নই, যে মাকড়সাটি তার বিষ দিয়ে সাপটি মেরেছে নাকি জালে জড়িয়ে মেরেছে। লিসের প্রকাশিত ছবিটিতে দেখা গেছে, সাপটির লেজ মাকড়সার জালে আটকে ছিল। মাকড়সাটি সাপটির দেহের ওপর স্থির হয়ে আছে। অস্ট্রেলিয়ার জাদুঘর গ্রাহাম মিলেজের ভাষ্যে, একটি মাকড়সা সাপ মারতে পারে। তবে এই ঘটনা সত্যি কিনা তা যাচাই করা অসম্ভব।



মন্তব্য চালু নেই