বিয়ে বাড়িতে গান-বাজনা হলে সেই বিয়ে বৈধ নয়!

‘মেহেন্দি লাগাকে রখনা, ডোলি সাজাকে রখনা….. লেনে তুঝে ও গোরি, আয়েঙ্গে তেরে সজনা’ বিয়ে বাড়ি মানেই, কোনও না কোন এক সময় এই গানটা বাজবেই। শুধু কী গান।

ব্যাণ্ড-বাজা-বারাত ছাড়া তো মুম্বাই, উত্তর প্রদেশের বিয়ে অম্পূর্ণ। আজকাল তো বসছে ডিজে-র আসরও। কিন্তু বিয়ে বাড়ির এইসব কোনও আয়োজনই করা যাবে না, যদি আপনি হন মুসলিম।

গান-বাজনা, ব্যাণ্ড, ডিজে- এই সব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারতের মুসলিম ধর্মগুরুরা। মুসলিম বিয়ে বাড়িতে আর বাজবে না গান, বসবে না জলসা, হবে না ডিজে নাইটও। তাদের মতে, বিয়েতে জোরে গান-বাজনা হওয়াটা ঠিক নয়। কেউ ব্যক্তিগত ইচ্ছায় চাইলে আয়োজন করতেই পারে। তবে সেক্ষেত্রে সেই বিয়ের জন্য কোনও ‘নিকাহ ফর্ম’ দেওয়া হবে না। শুধু মাত্র ধর্মীয় রীতি মেনেই বিয়ে করতে হবে। সূত্র : জিনিউজ, ইন্ডিয়া



মন্তব্য চালু নেই