বুলেটে পতন ঠেকানো যাবে না : মির্জা আব্বাস

বিএনপি অহিংস আন্দোলন করবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওই আন্দোলন বুলেট দিয়ে রোধ করা যাবে না। সরকারের পতন হবেই।

তিনি বলেন, ‘জনগণের টাকা দিয়ে জনগণকে মারতে ব্রাজিল থেকে বুলেট আনা হচ্ছে। যতই বুলেট আনেন, জনগণ কোনো দিনই আপনাদের (আওয়ামী লীগ) মেনে নেবে না।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতার জন্য নয়, গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করছে। অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো হবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির অহিংস আন্দোলনকে ভয় পেয়ে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।’

কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের সমালোচনা করেন দলের এ জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি। তিনি যখন মিথ্যাচার করেন তখন দুঃখ লাগে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান জেলে ছিলেন। তাহলে কি করে তিনি এ হত্যাকাণ্ডের নির্দেশ দিলেন?’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্যা বুলু উপস্থিত ছিলেন। –



মন্তব্য চালু নেই