বুলেট উপেক্ষা করে রাস্তায় নামুন : নেতাকর্মীদের-মাহবুব

প্রয়োজনে বুলেট উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী সমাবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল এ আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রয়োজনে বুলেট উপেক্ষা করে রাস্তায় নামুন। আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে রাস্তায় লক্ষ মানুষের ঢল নামবে। আন্দোলনে সরকার সামাল দিতে পারবে না।’

বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে যে জনমত দেখা দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সে জনমতের মাধ্যমে এ সরকার হটানো সম্ভব। আমরা নিয়মতান্ত্রিক পথে এ সরকারকে বিদায় দিতে চাই।’

খালেদা জিয়ার নামে করা মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা দাবি করে সরকারি দল মামলাগুলো করে ভুল করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মামলা-হামলা দিয়ে দমন করা যাবে না। খালেদা জিয়া এসব মামলা নিয়ে চিন্তিত নয়। তার একটাই কথা, তিনি কোনো অন্যায় করেননি, তাই ভয় পাচ্ছেন না।’

দলীয় প্রতীকে নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচন একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। আওয়ামীলীগ এ নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছে দেশের মানুষ নৌকা প্রতীক দেখে ভোট দিচ্ছে। কিন্তু তারা প্রহসনের নির্বাচন করছে।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খান প্রমুখ।



মন্তব্য চালু নেই