বৃষ্টিতে খালি পায়ে রাস্তায় ফুটবল খেললেন দ. আফ্রিকার পেসার

বৃষ্টির কারণে দিনভর হোটেলে থেকে বিরক্ত দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন খালি পায়ে চট্টগ্রামের রাস্তায় ফুটবল খেলে যেন স্বস্তি পেলেন। হোটেলে রুমের জানালার পর্দা খুলে নিচে তাকিয়ে দেখতে পেলেন, হোটেলের বাইরের রাস্তায় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল পাড়ার ছেলেরা। নিজের মোবাইলে ছবি তুলে পোস্ট করলেন টুইটারে।

তাতে লিখেন, সারাদিন রুমে আটকা। দেখলাম বাচ্চারা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে। মনে হলো অনেক মজা হবে।

টুইট করেই ঝটপট নেমে গেলেন রাস্তায়। পরনে কালো প্যান্ট, হাতাকাটা গেঞ্জি আর মাথায় কালো ক্যাপ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটার। কখনো খালি পায়ে খেলবেন তা কেউ চিন্তাও করতে পারেননি।

কিন্তু চিন্তার বাইরে গিয়ে সেই কাজটিই করলেন তিনি। পাকা রাস্তায় অন্য সবার মত খালি পায়ে ফুটবল নিয়ে মেতে উঠলেন স্টেইন। বাচ্চাদের সঙ্গে মিনিট বিশেক ফুটবল খেলে আবার হোটেলে ফিরেন তিনি।

ফুটবল খেলে আবারো টুইট করে স্টেইন লিখেন, মনে হয় সব প্রটোকল আমি ভেঙেছি। কোচও মনে হয় খুশি হবেন না। কিন্তু আজ এটা না করলে আমার অনেক বড় মিস হয়ে যেত।

স্টেইনের টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেট পেতে আর মাত্র ১ উইকেট প্রয়োজন। ১৩তম ক্রিকেটার হিসেবে চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।



মন্তব্য চালু নেই